চবি শিক্ষার্থীর ঝুলন্ত মর/দেহ উদ্ধার, পাশে লেখা ছিল চিরকুট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ওমর ফারুক সুমন নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরবী বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের খুলশী থানার ৫ নম্বর লেনের ১৭ নম্বর বাসা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সুমনের মরদেহের পাশে ৩টি চিরকুট পাওয়া গেছে। এর মধ্যে ১ ডিসেম্বরের লেখা একটি চিরকুটে লেখা রয়েছে, আশাই জীবন আশাই মরন, ব্যর্থতা-হতাশা অন্ধকারে নিয়ে যায়।

অন্য একটি চিরকুটে লেখা রয়েছে- আমি সুমন, ওমর ফারুক সুমন। আমার কোনো আশা-আকাঙ্খা নেই। আর আমার কারো প্রতি কোনো অভিযোগও নেই। সবাই ভালো থাকবেন। তৃতীয় চিরকুটে লিখা ছিল- আমার সব অভিযোগ নিজের প্রতি। তাই আমার ব্যাপারে জানার চেষ্টা না করাটাই ভালো হবে।

জানা যায়, সুমন চট্টগ্রামের খুলশীর ৫ নম্বর লেনের ১৭ নম্বর বাসায় তার মামার বাসায় থাকতেন। সাথে থাকতেন তার বড় ভাইও। দুই দিন আগে সুমনের মামা পুরো পরিবার নিয়ে তুরস্কে বেড়াতে যান। বাসায় সুমন এবং তার বড় ভাই এই দুজনই ছিলেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সুমনের বড় ভাই কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। সারাদিন সুমন বাসায় একাই ছিলেন। বিকাল ৪টার দিকে তিনি বড় ভাইকে ফোন দিয়ে জানতে চান- তুমি কোথায়, বাসায় আসতে কতক্ষণ লাগবে? বড় ভাই জানান- তার আসতে একটু দেরি হবে।

এর কিছুক্ষণ পর বড় ভাই সুমনকে ফোন করলে তিনি আর রিসিভ করেননি। পরে বাড়ি থেকে তার মা সুমনের নম্বরে ফোন দিয়ে যোগাযোগ না পেয়ে বিষয়টি বড় ভাইকে জানান। এতে উদ্বেগ দেখা দিলে বড় ভাই বিল্ডিংয়ের দারোয়ানকে দিয়ে বাসা চেক করান। দারোয়ান কলিংবেল বাজিয়েও কোনো সাড়া না পেয়ে বড় ভাইকে জানালে তিনি দ্রুত বাসায় এসে দরজা খুলে সুমনকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনার পর পুলিশ এসে দড়ি কেটে মরদেহ নিচে নামায়।

জানতে চাইলে নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম বলেন, ‘লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে লাশ হস্তান্তর করা হবে। বিষয়টি আমরা তদন্ত করছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, খবর শুনে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল নগরে গেছে। সবার ধারণা, এটি আত্মহত্যা। পুলিশ বিষয়টি যাচাই করে দেখছে।

 

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.