এআই ভিডিওতে তোলপাড়, ‘আন্তর্জাতিক সম্মেলনে’ চা বিক্রি করছেন মোদি! (দেখুন ভিডিও)

রেড কার্পেট ইভেন্টে হাতে কেটলি আর চায়ের গ্লাস নিয়ে হাঁটছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাঁকছেন, ‘চায়ে বোলো’! এআই দিয়ে তৈরি এমনই এক ভিডিও শেয়ার করে বিতর্কে জড়িয়েছে কংগ্রেস। তবে প্রতিবাদে সরব হয়েছে ক্ষমতাসীন বিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ভিডিওটি শেয়ার করেছেন কংগ্রেস নেতা রাগিনী নায়েক। ক্যাপশনে লেখা, ‘এটা আবার কে করল?’
 

ভিডিওতে দেখা যাচ্ছে, স্যুট-বুট পরিহিত মোদি হাঁটছেন রেড কার্পেট ইভেন্টে। তার পেছনে রয়েছে নানা দেশের পতাকা। ফলে ধারণা করা যায়, এখানে কোনো আন্তর্জাতিক সম্মেলনকে ইঙ্গিত করা হয়েছে। মোদিকে বলতে শোনা যায়, ‘চাই বোলো, চাইয়ে।’

  

 

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নিজেকে চা-ওয়ালা পরিচয় দিতে পছন্দ করেন। এর আগে দেখা গেছে, বিভিন্ন রাজনৈতিক মঞ্চে নিজের ছোটবেলার ‘পেশার পরিচয়’ ব্যবহার করছেন তিনি। 
 
এমনকি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে নিজের তুলনা করতে গিয়ে অতীতে তাকে বলতে শোনা গেছে, ‘২০১৪ সালে এক চা-ওয়ালাকে দায়িত্ব দিয়েছিলেন আপনারা। আমি কখনও নিজেকে অর্থনীতিবিদ দাবি করিনি। কিন্তু দেশবাসীর শক্তির ওপর আস্থা রেখেছি। দশম স্থান থেকে ভারতীয় অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে।’ 
 
 অনেকের ধারণা, এবার মোদির সেই পরিচয় প্রসঙ্গ তুলেই খোঁচা দিল কংগ্রেস।
 
তবে এমন ভিডিও দেখে ক্ষুব্ধ হয়েছে বিজেপি শিবির। দলটির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলছেন, ‘এলিট কংগ্রেস কঠোর পরিশ্রমী প্রধানমন্ত্রীকে মেনে নিতে পারছে না, যিনি ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধি। ওরা আগেও চা-ওয়ালা’ বলে খোঁচা দিয়েছে। ১৫০ মিনিটেরও বেশি সময় ধরে উত্যক্ত করে গেছে। এমনকি বিহারে তার (মোদি) মা-কেও আক্রমণ করেছে। মানুষ ওদের ক্ষমা করবে না।’
 
সূত্র: সংবাদ প্রতিদিন, এনডিটিভি
You might also like

Comments are closed.