চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর আশ্বাসে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে আন্দোলনকারীরা। রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার পর অবরোধ প্রত্যাহার করা হয়। এতে মহাসড়কটি দিয়ে যান চলাচল শুরু হয়।

জানা গেছে, জামায়াত নেতা শাহজাহান চৌধুরী ফোনে আন্দোলনকারীদের আশ্বাস দেন। পরে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

এর আগে, রোববার সকালে সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় ৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, এই সড়কটিতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে। কিছু ঝুকিপূর্ণ বাকের কারণে এই দুর্ঘটনা ঘটে। লবনবাহী গাড়ি চলাচলের কারণে লবণ পড়ে সড়কটি পিচ্ছিল হয়ে থাকে। সড়কটি ছয় লেন করা হলে দুর্ঘটনা কমবে। এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সরকারের প্রতিশ্রুতি পেলেই অবরোধ তুলে নেয়া হবে বলেও জানান তারা।

You might also like

Comments are closed.