ফ্রান্সের তাহিতি দ্বীপে ভয়াবহ ভূমিধসে ৭ প্রাণহানি

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ তাহিতিতে ভূমিধসের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ খবর জানান।

তিনি জানান, বুধবার ভোরের এ ঘটনায় আরো অনেকে নিখোঁজ রয়েছেন। বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, এক সপ্তাহের টানা ভারী বর্ষণের পর বুধবার ভোরে (ফ্রান্সে রাতের দিকে) পূর্বাঞ্চলীয় গ্রাম তাহিতিতে এ দুর্ঘটনা ঘটে।

শোক প্রকাশ করে এক বিবৃতিতে দেশটির সরকার এ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

জানা গেছে, ভূমিধসে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এখনও নিখোঁজ অনেকে। তাদের খোঁজে এরইমধ্যে শুরু হয়েছে তল্লাশি। তবে দ্বিতীয় দফায় আবারও ভূমিধস হওয়ায় কয়েকঘণ্টার জন্য বন্ধ ছিল তল্লাশি অভিযান।

উল্লেখ্য, মূল ভূখণ্ডে না হলেও, তাহিতি দ্বীপের মালিকানা ফ্রান্সের।

 

You might also like

Comments are closed.