চীনে ট্রেন দুর্ঘটনায় ১১ রেলকর্মী নিহত
চীনের দক্ষিণপশ্চিমের ইউনান প্রদেশে এক ট্রেন দুর্ঘটনায় ১১ রেলশ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরের আগে কুনমিং শহরের লুয়োইয়াং টাউন রেলওয়ে স্টেশনের ভেতর রেললাইনে হতাহতের এ ঘটনা ঘটে।
জানা গেছে, ‘ভূমিকম্পের সরঞ্জাম পরীক্ষার জন্য ব্যবহৃত’ ট্রেনটি ভোরে কুনমিংয়ের লুওয়াং টাউন স্টেশনে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণ শ্রমিকদের ধাক্কা দিলে ১১ জনের মৃত্যু ও দুই জন আহত হয়।
কুনমিং রেলওয়ে ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, কুনমিং লুওয়াং টাউন স্টেশনের ভিতরে একটি বাঁক দিয়ে ট্রেনটি স্বাভাবিকভাবে যাচ্ছিল, তখন ট্র্যাক এলাকায় প্রবেশকারী নির্মাণ শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে। বৃহস্পতিবার দুপুরের মধ্যে রেল চলাচল স্বাভাবিক হয়ে গেছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, অস্পষ্ট নিয়মকানুন ও শিথিল নিরাপত্তা মানদণ্ডের কারণে চীনে শিল্পাঞ্চলগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর আগে ২০২১ সালে লানঝু-শিনজিয়াং সেকশনের গানসু স্টেশনে ট্রেনের ধাক্কায় ১১ কর্মী প্রাণ হারিয়েছিলেন।

Comments are closed.