তীব্র বিপর্যয়ে যুক্তরাজ্য, বন্ধ শত শত স্কুল

তীব্র শৈত্যপ্রবাহ ও চরম আবহাওয়ার কারণে যুক্তরাজ্যের বিস্তীর্ণ অঞ্চল ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছে। মারাত্মক ঠান্ডা, তুষারপাত ও বরফজমা পরিস্থিতির কারণে দেশজুড়ে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শুক্রবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

রাতভর তাপমাত্রা হঠাৎ নেমে যাওয়ায় একাধিক আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে দেশটিতে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আগামী কয়েক ঘণ্টায় “থান্ডার–স্নো” অর্থাৎ বজ্রসহ তুষারপাতের ঝুঁকি রয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে বর্তমানে হলুদ সতর্কতা জারি রয়েছে।

বিবিসির প্রতিবেদন বলছে, শুধু উত্তর-পূর্ব স্কটল্যান্ডেই ১০০টির বেশি স্কুল বন্ধ রয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসেও বন্ধ করে দেয়া হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয় প্রশাসন জানায়, তুষারে ঢাকা সড়ক ও বরফজমা পথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক স্কুলে হিটিং সিস্টেম চালু রাখা সম্ভব হয়নি।

 

ওয়েলসের পশ্চিমাঞ্চলে রাতভর ব্যাপক তুষারপাতের পরও শত শত বাড়িতে এখনো বিদ্যুৎ সংযোগ ফিরে আসেনি। উত্তর ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় বিশেষ করে নর্থ ইয়র্কশায়ারে অ্যাম্বার সতর্কতা জারি রয়েছে, যেখানে যাতায়াত বিঘ্ন, দুর্ঘটনা ও বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

বরফে ঢেকে গেছে পুরো শহর।

বরফে ঢেকে গেছে পুরো শহর।

যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সিও অ্যাম্বার স্বাস্থ্য সতর্কতা দিয়েছে কয়েকটি অঞ্চলে। শৈত্যপ্রবাহের তীব্রতা কমার কোনো ইঙ্গিত না থাকায় শুক্রবার পর্যন্ত আরও তিনটি নতুন হলুদ সতর্কতা কার্যকর থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত রাতটি ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে এখন পর্যন্ত চলতি মৌসুমের সবচেয়ে ঠান্ডা রাত ছিল। অক্সফোর্ডশায়ারের বেনসনে তাপমাত্রা মাইনাস ৬.৬ ডিগ্রি সেলসিয়াস (২০.১২ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত নেমে গেছে এবং সারা দেশে ব্যাপক তুষারপাতের খবর পাওয়া গেছে।

You might also like

Comments are closed.