আজীবন সম্মাননা পেলেন আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ হামিদুজ্জামান খান

সৈয়দ সালেহীন

ভাস্কর্যচর্চা ও চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা পেলেন বাংলাদেশে আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ  প্রয়াত  হামিদুজ্জামান খান।

গতকাল সোমবার সফিউদ্দীন শিল্পালয়ে, বাংলাদেশ ডট আর্টিস্ট গ্রুপের পক্ষ থেকে প্রয়াত  হামিদুজ্জামানকে বিশেষ এই সম্মাননা প্রদান করা হয়। হামিদুজ্জামান খানের পক্ষ থেকে  এই  সম্মাননা গ্রহণ করেন তার সহধর্মিণী আইভি জামান।

এক অনাড়ম্বর অনুষ্ঠানে সফিউদ্দীন শিল্পালয়ে  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি কিংবদন্তি চিত্রকর মনিরুল ইসলামের কাছ থেকে এই সম্মাননা নেন আইভি জামান।

এই বিষয়ে আইভি জামান বলেন, এটা আমার কাছে একটি  অবিস্মরণীয় মুহূর্ত। হামিদুজ্জামান খানের চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন, হাতে ছিল শূন্য থেকে গড়ে তোলার শিল্পমন্ত্র।

 

হামিদুজ্জামানের শিল্প ছিল শ্রমের আরাধনা। দেশের একজন প্রধান ভাস্কর হিসেবে উঠে আসতে তাঁকে যে সাধনা করতে হয়েছে, তার প্রতিটি পদক্ষেপ আমি কাছ থেকে দেখেছি।

সে এই দেশের সম্পদ। আপনাদের সম্পদ। তাঁর অুনপ্রেরণা ছিল আপনারা।

দেশকে, দেশের মানুষকে তিনি আপন করেছিলেন।  তিনি সবসময় বলতেন , এই দেশে গুণীদের দেশ। তাইতো মৃত্যুর আগ পর্যন্ত দেশের কথাই বলে গেছেন।

You might also like

Comments are closed.