মেসির গোল-অ্যাসিস্ট, এমএলএস কাপের ফাইনালে ইন্টার মায়ামি
মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে সিনসিন্নাতিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে প্রথমবারের মতো কনফারেন্স ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
এই ম্যাচে তিন অ্যাসিস্টে ফুটবল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হলেন মেসি। মেসির মোট অ্যাসিস্টের সংখ্যা ৪০৪টি, যা কিংবদন্তি ফেরেঞ্চ পুসকাসের সমান।


Comments are closed.