ভিয়েতনামে বন্যায় প্রাণহানি বেড়ে ৯০, নিখোঁজ অন্তত ১২
ভিয়েতনামের মধ্যাঞ্চলে টানা কয়েক দিনের তুমুল বৃষ্টি ও ভূমিধসের ফলে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত আরও ১২ জন। খবর, দ্য গার্ডিয়ানের।
রোববার (২৩ নভেম্বর) দেশটির পরিবেশ মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মূলত গত অক্টোবরের শেষ দিক থেকেই এই অঞ্চলে অবিরাম ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে একাধিকবার আঘাত হেনেছে বন্যা। গত সপ্তাহ থেকে ছয়টি প্রদেশে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে পার্বত্য দাক লাক প্রদেশে। সেখানে এ পর্যন্ত ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এই প্রদেশে হাজার হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।
এ বন্যায় দেশটির দাক লাকসহ পাঁচটি প্রদেশে ৮০ হাজার হেক্টরেরও বেশি ধান ও অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া ৩২ লক্ষাধিক গবাদি পশু বা হাঁস-মুরগি মারা গেছে অথবা ভেসে গেছে। পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এই বন্যায় পাঁচটি প্রদেশে আনুমানিক ৩৪ কোটি ৩০ লাখ ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
দেশটির জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ভিয়েতনামে প্রাকৃতিক দুর্যোগে ২৭৯ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। এতে দুই বিলিয়ন ডলারেরও বেশি আর্থিক ক্ষতি হয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশীয় এই দেশটিতে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারী বৃষ্টিপাতের প্রবণতা থাকে। তবে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বন্যার সময় কিঞ্চিত পরিবর্তন ও মাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি পরিবেশে প্রতিকূল পরিস্থিতিও দৃশ্যমান হচ্ছে ইদানীং।

Comments are closed.