কান্নার শব্দে ধানখেতে মিলল নবজাতক
রংপুরের মিঠাপুকুরে একটি ধানখেতের মাঝ থেকে এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রা। ফসলের মাঠ থেকে ভেসে আসা কান্নার সূত্র ধরে ওই শিশুর অবস্থান শনাক্ত করা হয়। পরে খোলা আকাশের নিচে পড়ে থাকা অজ্ঞাত নবজাতক শিশুকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক সেবা দিয়ে হাসপাতালে নেওয়া হয়।
সর্বশেষ তথ্যমতে, শিশুটি রংপুর শহরের একটি হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে সুস্থ রয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর উত্তরপাড়া গ্রামসংলগ্ন ফসলের মাঠের ধানখেত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালের দিকে আব্দুল করিম নামের এক কৃষক কৃষিজমিতে যাওয়ার সময় হঠাৎ কান্নার শব্দ শুনতে পান। পরে নবজাতকের ভেসে আসা কান্নার সূত্র ধরে কৃষক এগিয়ে গেলে ধানখেতের মাঝখানে ফুটফুটে নবজাতককে দেখতে পান। ঘটনাটি জানাজানি হলে অনেকেই ছুটে যান ধানখেতে। পরে এলাকাবাসী দ্রুত তাকে প্রাথমিক সেবা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রংপুরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গেছে।
মিঠাপুকুর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, সকালের দিকে শিশুটিকে গ্রামের লোকজন উদ্ধার করেছেন। খবর পেয়ে পুলিশ সদস্যের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হয়, এখন সুস্থ রয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।

Comments are closed.