মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে মধ্যরাতে দু’টি বোমা নিক্ষেপ

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলে দুটি বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

এসময় দুইটি মোটরসাইকেলে ৪জন এসে পরপর দুটি বোমা প্রিপারেটরি স্কুল লক্ষ্য করে নিক্ষেপ করে। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাতে দুটি মোটরসাইকেল এসে একটি রাউন্ড দিয়ে প্রিপারেটরি স্কুলের সামনে থেমে যায়। এদের মধ্যে দুটি মোটরসাইকেলের চালকের মাথায় হেলমেট; বাকি দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা ছিল। এরপর একটি মোটরসাইকেল থেকে নেমে একজন স্কুলে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। স্কুলের ক্লাস, পরীক্ষা স্বাভাবিক আছে ও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ প্রিপারেটরি স্কুলের প্রশাসনিক কর্মকর্তা।

You might also like

Comments are closed.