সকালে উঠে নবীজি সা. যে দোয়া পড়তেন

দোয়া হলো ইবাদতের অংশ। ভাগ্য পরিবর্তনে দোয়ার বিকল্প কিছু নেই। এজন্য বিপদ-আপদ কিংবা দুশ্চিন্তা থেকে মুক্তি অথবা কল্যাণ চেয়ে বরাবরই মুমিনরা সৃষ্টিকর্তার দরবারে দু’হাত তুলে ধরেন। রাসুল (সা.) বলেছেন, সৎকর্ম ব্যতীত অন্য কিছু আয়ুষ্কাল বাড়াতে পারে না এবং দোয়া ব্যতীত অন্য কিছুতে তাকদীর (ভাগ্য) রদ হয় না। (ইবনু মাজাহ, হাদিস: ৪০২২)

অন্যদিকে মহান রাব্বুল আলামিন খোদ ঘোষণা দিয়েছেন, তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। যখন কোনো বান্দা তার কাছে দুই হাত তুলে দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শূন্যহাতে ফিরিয়ে দেন না।

পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘প্রার্থনাকারী যখন আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ঈমান আনয়ন করে। আশা করা যায়, তারা সফলকাম হবে।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৬)। মহান রাব্বুল আলামিন আরও ইরশাদ করেছেন, ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের জন্য সাড়া দেবো।’ (সুরা মুমিন, আয়াত: ৬০)

 

এজন্য রাসুলুল্লাহ (সা.)-ও বিভিন্ন সময়ে আল্লাহর কাছে পানাহ চেয়ে দোয়া করতেন। উম্মতদেরও মহান রবের কাছে দোয়া করার পদ্ধতি শিখিয়েছেন তিনি। যা বিভিন্ন সময়ে সাহাবায়ে-কেরামদের মাধ্যমে বর্ণিত নানা হাদিসে এসেছে। এরমধ্যে একটি হাদিসে সকালে ঘুম থেকে উঠে একটি দোয়ার কথা এসেছে।

আব্দুল্লাহ বিন মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকালে উপনীত হতেন, তখন তিনি বলতেন-

أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ أَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذَا الْيَوْمِ وَمِنْ خَيْرِ مَا فِيهِ وَخَيْرِ مَا بَعْدَهُ وَأَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَسُوءِ الْعُمُرِ وَفِتْنَةِ الدَّجَّالِ وَعَذَابِ الْقَبْرِ 

বাংলা: আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, ওয়াল হামদু লিল্লাহিস সলুকা মিন খাইরি হাজাল ইয়াওমি, ওয়ামিন খাইরি মা-ফিইহি, ওয়া খাইরি মা বা’আদাহু, ওয়া উজুবিকা মিনাল কাসালি, ওয়াল হারামি, ওয়া সুউয়িল উমরি, ওয়া ফিতনাতিদ্ দাজ্জাল, ওয়া আযাবিল কাব্‌র।

 

অর্থ: আমরা সকালে উপনীত হলাম, রাজত্বও আল্লাহর জন্য সকালে উপনীত হলো আর আল্লাহর জন্যই সকল প্রশংসা। আমি আপনার কাছে এই দিন, এর মাঝে যা রয়েছে এবং এর পরে যা রয়েছে, তার কল্যাণ চাচ্ছি এবং আমি আপনার কাছে পানাহ চাই অলসতা, বার্ধক্য, মন্দ আয়ুষ্কাল, দাজ্জালের ফিতনা এবং কবরের আযাব থেকে।

হাদিস বর্ণনাকারী আরও বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকেলেও এমন দোয়া করতেন। আব্দুল্লাহ বিন মাসউদ (রা) থেকে অপর একটি বর্ণনায় এসেছে, রাসুল (সা.) বিকেলে উপনীত হয়ে বলতেন-

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ 

বাংলা: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু, ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি সায়্যিন ক্বদির।

আরও পড়ুন: দুঃসময়ে নিজের মৃত্যু কামনা করা জায়েজ?

অর্থ: আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই, তাঁর জন্যই সব রাজত্ব, তাঁর জন্যই সব প্রশংসা, আর তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। (সুনান আবু দাউদ, হাদিস: ৫০৭১)

You might also like

Comments are closed.