ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, পুড়ে মারা গেলেন চালক

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গাড়ির ভেতরে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান চালক।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই চালকের নাম জুলহাস মিয়া (৪০)। তিনি উপজেলার ভালুকজান গ্রামের বাসিন্দা।

 

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, উপজেলার ভালুকজান এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে আলম এশিয়া পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় মুখোশ পরা তিনজন ব্যক্তি তিন সেকেন্ডের মধ্যে বাসে আগুন দিয়ে চলে যায়। এতে ভেতরে থাকা জুলহাস পুড়ে যান। নিহত ব্যক্তি বাসটির চালক ছিলেন বলে ধারণা করছি। আমরা বিস্তারিত খোঁজ নিচ্ছি। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে।

You might also like

Comments are closed.