‘যতটুকু ঐকমত্য হয়েছে, তার বাইরে আরও বেশি অনৈক্য তৈরি হয়েছে’

জুলাই সনদ ইস্যুতে আমীর খসরু

জুলাই সনদ নিয়ে যতটুকু ঐকমত্য হয়েছে, তার বাইরে আরও বেশি অনৈক্য তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৯ নভেম্বর) ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, যারা জাতীয় নির্বাচনকে বাঁধাগ্রস্থ করতে চায়, তারা গণতন্ত্র বিশ্বাস করে না। মানুষ এখন নির্বাচন চায়, জনগণের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, জনগণের সিদ্ধান্ত তোয়াক্কা না করে অনেকে এখনই সিদ্ধান্ত নিয়ে নিতে চায়। সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। সংসদে এ সংক্রান্ত সংশোধনের আগে গণভোট সংবিধানিক হবে না। তারপরেও নির্বাচনের দিন গণভোটে রাজি হয়েছে বিএনপি।

You might also like

Comments are closed.