হলান্ড ও ফোডেনের দুর্দান্ত গোল, ডর্টমুন্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি

ফিল ফোডেনের চমৎকার দুই গোলের মাঝে, সাবেক দলের বিপক্ষে গোল উদযাপন করলেন আর্লিং হলান্ড। বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ আটে অবস্থান শক্ত করল ম্যানচেস্টার সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ম্যাচটি ৪-১ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। দ্বিতীয়ার্ধে সফরকারীদের ভাল্ডামার আন্টন একটি গোল শোধ করার পর, শেষ সময়ে ফের ব্যবধান বাড়ান হায়ান শের্কি। আসরে অপরাজেয় যাত্রা ধরে রাখল ম্যানচেস্টার সিটি। আর প্রথম হারের তেতো স্বাদ পেল ডর্টমুন্ড।
চার রাউন্ড শেষে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে সিটি। শতভাগ সাফল্যে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। পরের দুটি স্থানের দল আর্সেনাল ও ইন্টার মিলানের পয়েন্টও সমান ১২ করে।
দারুণ সব গোছানো আক্রমণে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে সিটি। প্রথম আধা ঘণ্টার মধ্যেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। গোল তারা পেতে পারতো দশম মিনিটেই; তবে জোরাল শট গোলরক্ষক বরাবর নেন ফোডেন। ছয় মিনিট পর তার ডি-বক্সের বাইরে থেকে নেওয়া আরেকটি শটও ঠেকিয়ে দেন গোলরক্ষক।
২২তম মিনিটে আর ফোডেনকে আটকাতে পারেনি বরুশিয়া। টিয়ানি রেইনডার্সের পাস ধরে লক্ষ্যে চোখ রেখে কয়েক পা এগিয়ে নিচু কোনাকুনি শট নেন ইংলিশ মিডফিল্ডার, গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেয়। পাঁচ মিনিট পর হলান্ডের পাস পেয়ে জোরাল শট নেন নিকো ও’রাইলি, দারুণ ক্ষিপ্রতায় এক হাতে বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান গ্রেগর কোবেল।
এরপরই ব্যবধান দ্বিগুণ করেন অসাধারণ ছন্দে থাকা হলান্ড। জেরেমি ডোকুর কাটব্যাক ডি-বক্সের মাঝামাঝি পেয়ে প্রথম ছোঁয়ায় জোরাল শটে গোলটি করেন নরওয়ের তারকা।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচেই জালের দেখা পেলেন হলান্ড। আসরে চার ম্যাচে তার গোল হলো পাঁচটি। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির জার্সিতে চলতি মৌসুমে তার মোট গোল হলো ১৮টি।
৫৭তম মিনিটে তৃতীয় গোল হজম করে ডর্টমুন্ডের ঘুরে দাঁড়ানোর আশা একরকম শেষ হয়ে যায়। ডাচ মিডফিল্ডার রেইনডার্সের পাস পেয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফোডেন।
৭২তম মিনিটে অবশ্য একটি গোল শোধ করে নাটকীয়তার আভাস দেয় ডর্টমুন্ড। ডান দিক থেকে সতীর্থের পাসে বাঁ পায়ের ছোঁয়ায় কেবল বলের দিক পাল্টে দেন আন্টন, আর কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ায়।
বাকি সময়ে অবশ্য পয়েন্ট পাওয়ার মতো তেমন কিছু করতে পারেনি জার্মান দলটি। উল্টো যোগ করা সময়ের প্রথম মিনিটে জালে বল পাঠিয়ে ব্যবধান আবার তিন গোলে নেন ফরাসি মিডফিল্ডার শের্কি।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম তিন রাউন্ডের প্রতিটিতেই চারটি করে গোল করেছিল ডর্টমুন্ড। এবার তাদের হলো উল্টো অভিজ্ঞতা, চার গোল হজম করে বাড়ি ফিরল দলটি। ৭ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমে গেছে বরুশিয়া ডর্টমুন্ড।
You might also like

Comments are closed.