জয়ের পর ট্রাম্পকে মামদানি বললেন ‘টিভির ভলিউম বাড়ান’

নিউইয়র্কের মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। এর ফলে নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন তিনি। বিজয় সংবাদ পাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেছেন,

‘ডোনাল্ড ট্রাম্প, যেহেতু আমি জানি আপনি দেখছেন, আপনার জন্য আমার কাছে কিছু শব্দ আছে: ভলিউম বাড়ান!’

 

মামদানি যোগ করেন, ‘আমাদের শহরে ট্রাম্পদের মতো ধনকুবেররা অত্যধিক স্বাচ্ছন্দ্যে ভাড়াটেদের শোষণ করছে। আমরা সেই সংস্কৃতির অবসান ঘটাব যা ধনকুবেরদের কর এড়ানো এবং কর সুবিধা নেয়ার সুযোগ দেয়। আমরা শ্রমিক ইউনিয়নের পাশে দাঁড়াবো এবং শ্রম সংরক্ষণের জন্য কাজ করে যাবো।’

ভার্জিনিয়া, নিউ জার্সি, নিউইয়র্ক সিটির নির্বাচনে ডেমোক্র্যাটরা  গুরুত্বপূর্ণ জয় লাভ করেছে।

অন্যদিকে, সাবেক ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান ও সিআইএ অফিসার আবিগেইল স্প্যানবার্জারকে ভার্জিনিয়ার পরবর্তী গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি রাজ্যের প্রথম নারী প্রধান নির্বাহী হিসেবে ইতিহাস গড়তে চলেছেন।

এছাড়াও নিউজার্সির গভর্নর পদে জয়ী হচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মাইকি শেরিল। শেরিল নিউজার্সি অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হতে যাচ্ছেন। তিনি রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতারেল্লিকে পরাজিত করতে যাচ্ছেন।

You might also like

Comments are closed.