গুগল ম্যাপে যুক্ত হচ্ছে আকর্ষণীয় ফিচার, নতুন যে সুবিধা পাবেন

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেভিগেশন সেবা ‘গুগল ম্যাপসে’ যুক্ত হচ্ছে আকর্ষণীয় এক ফিচার। সম্প্রতি অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড সংস্করণে নতুন একটি ‘পাওয়ার সেভিং মোড’ বা বিদ্যুৎ-সাশ্রয়ী মোড যোগ করার কাজ চলছে। এই ফিচারটি ফোনের নিজস্ব পাওয়ার সেভিং সিস্টেম থেকে আলাদাভাবে কাজ করবে। অর্থাৎ, ফোনের ব্যাটারি সেভ মোড অন বা অফ— দুই অবস্থাতেই এটি নিজস্বভাবে সক্রিয় হতে পারবে।

প্রতিবেদনে বলা হয়, গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড অ্যাপের বিটা (Beta) সংস্করণের কোডে নতুন এই ফিচারের অস্তিত্ব ধরা পড়েছে। ধারণা করা হচ্ছে, ফোনের পাওয়ার বাটন চেপে ধরলে এই পাওয়ার সেভিং মোডটি সক্রিয় হবে। আর এটি চালু হলে ম্যাপের পুরো ইন্টারফেস মনোক্রোম (Monochrome) রূপে পরিবর্তিত হয়ে যাবে, মানে একরঙা বা সাদা-কালো স্ক্রিনে দেখা যাবে।

এর ফলে স্ক্রিনে জায়গার নাম, ভবন বা সড়কের রঙিন চিহ্নগুলো আর দেখা যাবে না। শুধু দিকনির্দেশনার তীরচিহ্ন, পৌঁছানোর সম্ভাব্য সময় এবং দূরত্ব— এসব মৌলিক তথ্যই দৃশ্যমান থাকবে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই ফিচারটি এখনো প্রকাশের পূর্ব পর্যায়ে রয়েছে এবং গুগল এর ওপর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। তাই চূড়ান্ত সংস্করণে কিছু পরিবর্তনও আসতে পারে।

তবে সবচেয়ে ভালো দিক হলো, এই মোডে অডিও সাপোর্ট বা ভয়েস গাইডেন্স থাকবে। অর্থাৎ, স্ক্রিন একরঙা হয়ে গেলেও ব্যবহারকারী কণ্ঠনির্দেশনা শুনে গন্তব্যে পৌঁছাতে পারবেন, ফলে দিক হারানোর আশঙ্কা থাকবে না।

বর্তমানে এই ফিচারটি সীমিত পর্যায়ে পরীক্ষা চলছে, শিগগিরই গুগল এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : জিও নিউজ

You might also like

Comments are closed.