ডিভোর্সে ৫ কোটি খোরপোশ চান মাহি, মুখ খুললেন অভিনেত্রী
জয়-মাহির ডিভোর্স নিয়ে যখন বলিপাড়া থেকে সোশ্যালে আলোচনা তখন নিজস্ব ইউটিউব চ্যানেলে ডিভোর্স নিয়ে সরাসরি মুখ খুললেন মাহি ভিজ।
অভিনেত্রী জানান, ‘জয় আমার পরিবার, আর চিরকাল সেই সমীকরণই বজায় থাকবে। ও দারুণ একজন মানুষ হওয়ার পাশাপাশি খুব ভালো বাবাও।
এখানেই অবশ্য থামেননি মাহি। এই ‘কঠিন’ সময়ে সন্তানদের কথা ভেবে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার্থের অনুরোধ জানিয়েছেন তিনি।

মাহির কথায়, এহেন ডিভোর্স গুঞ্জন তাদের সন্তানদের মনেও বড়সড় প্রভাব ফেলেছে।
মাহি বলেন, ‘আমার ছেলে মোবাইল থেকে একটি নিউজ পোর্টাল খুলে আমাকে দেখায়। একবার ভাবুন, ও কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে! আজকাল তো সব বাচ্চাদের হাতেই মোবাইল থাকে। ফলত এসব খবরে ওদের মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ে। শুধু কয়েকটা লাইক, কমেন্টের আশায় ভুয়া খবর ছড়াবেন না দয়া করে।

Comments are closed.