বাড্ডায় বাসা থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীর বাড্ডা এলাকায় একটি বাসার নীচতলা কারখানা থেকে নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) বিকেলে বাড্ডার পূর্বাঞ্চল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত দুজনই উক্ত বিল্ডিংয়ে অবস্থিত ইবনে কাসীর ক্যাডেট মাদরাসার কর্মচারী ছিলেন বলে জানা গেছে। নিহত সাইফুল উক্ত মাদ্রাসার ক্রয়-বিক্রয় বিভাগে কাজ করতো এবং শাকিলা একই মাদরাসায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিল।
মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের মতে বেশ কদিন নিখোঁজ ছিল সাইফুল ও শাকিলা। পরে দুর্গন্ধ টের পেয়ে বাড়ির নীচতলার বন্ধ কারখানা থেকে দুজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, উত্তর বাড্ডার পূর্বাচল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির ওই বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত ২৫ অক্টোবরের পরে এ ঘটনা ঘটতে পারে।

Comments are closed.