হামাসের শীর্ষ নেতার সাথে বৈঠক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর
হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া’র সাথে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। খবরটি নিশ্চিত করেছে আঙ্কারা প্রশাসন। গাজার বর্তমান পরিস্থিতি, যুদ্ধবিরতি ও প্রয়োজনীয় মানবিক সহায়তা ইস্যু ছিল তাদের আলোচনার মুখ্য বিষয়।
যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় সোমবার ইস্তাম্বুলে একত্রিত হচ্ছেন বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী। উপস্থিত থাকবেন কাতার, সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা।
এদিকে, গাজায় যুদ্ধবিরতি চললেও মানবিক সহায়তা প্রবেশে প্রতিশ্রুত পরিমাণের তুলনায় বড় ঘাটতি তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। খাদ্য বিতরণ কিছুটা বাড়লেও সামগ্রিক সহায়তা প্রবাহ এখনো মারাত্মকভাবে সীমিত।
জাতিসংঘ জানায়, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গাজার প্রবেশপথ দিয়ে মাত্র ১৪৯টি ট্রাক পণ্য নামানো হয়েছে। সরু ও যানজটপূর্ণ ফিলাডেলফি করিডোর এবং ইসরায়েলি সেনাবাহিনীর ধারাবাহিক বিলম্বের কারণে সহায়তা পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।

Comments are closed.