নতুন করে যারা ফ্যাসিবাদী হচ্ছেন, তাদের পরিণতিও আগের থেকে ভালো হবে না: ডা. তাহের

যারা নতুন করে ফ্যাসিবাদী হচ্ছেন, তাদের পরিণতিও আগের ফ্যাসিবাদের থেকে ভালো হবে না বলে সতর্ক করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, যারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে জামায়াতের ওপর দায় চাপাচ্ছে তাদেরকে আবারও প্রতিহত করা হবে।

রোববার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

নায়েবে আমির বলেন, বিএনপি ভেতরে আবারও ফ্যাসিবাদী হওয়ার চিন্তা করছে। তারা এই রাস্তা বন্ধ করে দিতে চান না। এতবার প্রধানমন্ত্রী হওয়ার দরকার কী?—এমন প্রশ্ন রাখেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি স্বতঃস্ফূর্তভাবে জুলাই সনদে স্বাক্ষর করে এখন উল্টোপাল্টা বলছে।

নির্বাচন কমিশনের উদ্দেশে নায়েবে আমির বলেন, কোনো রাজনৈতিক দলকে খুশি করা নয় বরং জাতিকে খুশি করার দায়িত্ব ইসির।

You might also like

Comments are closed.