৬ বছর পর সিনেমায় তানিয়া বৃষ্টি
/9b38f0a7-8ed0-488b-bd84-9743ee80e7db.jpg)
সিনেমাটি নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলাম। অবশেষে ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে সেই অপেক্ষা শেষ হলো। ছবিটার যিনি পরিচালক রায়হান খান, উনাকে আমি আমার গুরু মানি। কারণ, তার হাত ধরেই আমার প্রথম কাজ হয়েছিল। উনি যখন আমাকে একদিন ডাকলেন এবং গল্পটা শোনালেন তখনই মনে হয়েছে কাজটি করা উচিত। বলতে পারেন, এই সিনেমাটি করার দুটি কারণ। প্রথমত গল্প এবং দ্বিতীয়ত, আমার পরিচালক। ছবিটি নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড।’
জানা গেছে, গেল ৮ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হয়েছে ‘ট্রাইব্যুনাল’-এর শুটিং। চট্টগ্রামের পর কিছু অংশের শুটিং হবে রাজধানী ঢাকা ও এফডিসিতে। সব কিছু ঠিক থাকলে ছবিটি আগামী বছর ঈদে মুক্তি পেতে পারে।
উল্লেখ্য, ‘ট্রাইব্যুনাল’ সিনেমাটিতে তানিয়া বৃষ্টি ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভান, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও এখানে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এক অভিনেত্রীকে। তবে সেটা এখনই প্রকাশ করতে চাইছেন না পরিচালক।

Comments are closed.