গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা ইস/রায়ে/লের

গাজায় যুদ্ধবিরতি চললেও মানবিক সহায়তা প্রবেশে প্রতিশ্রুত পরিমাণের তুলনায় বড় ঘাটতি তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। খাদ্য বিতরণ কিছুটা বাড়লেও সামগ্রিক সহায়তা প্রবাহ এখনো মারাত্মকভাবে সীমিত।

জাতিসংঘ জানায়, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গাজার প্রবেশপথ দিয়ে মাত্র ১৪৯টি ট্রাক পণ্য নামানো হয়েছে। সরু ও যানজটপূর্ণ ফিলাডেলফি করিডোর এবং ইসরায়েলি সেনাবাহিনীর ধারাবাহিক বিলম্বের কারণে সহায়তা পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে।

গাজা মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর প্রতিদিন গড়ে মাত্র ১৪৫টি সহায়তা ট্রাক ঢুকতে পেরেছে—যা দুই পক্ষের সমঝোতায় নির্ধারিত দৈনিক ৬০০ ট্রাকের তুলনায় অনেক কম।

এদিকে, বড় বহরের কনভয় চলাচলের জন্য ফিলাডেলফি করিডোরকে ‘অত্যন্ত সংকীর্ণ ও অযোগ্য’ হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ। এছাড়া মানবিক সংস্থাগুলোকে বিকল্প রুট—বিশেষ করে কেরেম শালোম—ব্যবহারের অনুমতি দিতে ইসরায়েলের অনীহা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

মানবিক সহায়তায় এই ঘাটতি গাজায় বেঁচে থাকার মতো ন্যূনতম প্রয়োজন মেটানোকে কঠিন করে তুলছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো দ্রুত ও অবাধ সহায়তা প্রবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি তৎপর হওয়ার আহ্বান জানাচ্ছে।

সূত্র: আল জাজিরা। 

You might also like

Comments are closed.