সালাহর রেকর্ড ছোঁয়া পারফরম্যান্সে লিভারপুলের স্বস্তির জয়

চার ম্যাচের হারের ধারার ইতি টেনে অবশেষে স্বস্তির জয় পেল লিভারপুল। অ্যানফিল্ডে শনিবার রাতে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারানোর ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মোহাম্মদ সালাহ। এই জয়ে তিনি প্রিমিয়ার লিগে একক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল-অবদানের ক্ষেত্রে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েইন রুনির রেকর্ডের সমান হয়েছেন।
টানা চার লিগ ম্যাচে হারের চাপ, সঙ্গে ইএফএল কাপে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হেরে বিদায়, সব মিলিয়ে দারুণ চাপ নিয়ে অ্যানফিল্ডে নেমেছিল আর্নে স্লটের দল। ম্যাচের শুরুতেই সেই চাপ আরো তীব্র হয়ে ওঠে ভিলার মরগান রজার্সের পরপর দুটি বিপজ্জনক আক্রমণে। প্রথমে তার শট পোস্টে লাগে, এরপর আরেকটি প্রচেষ্টা ফেরান লিভারপুল গোলরক্ষক জর্জি মামারদাশভিলি।
৪৩তম মিনিটে একিতিকের হেডে পাওয়া গোলটি ভিএআরে বাতিল হলে অ্যানফিল্ডে হতাশার সুর ছড়িয়ে পড়ে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটেই স্কোরলাইন বদলে দেন সালাহ।
ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের ভয়ানক ভুল পাস ডিফেন্ডার পাও তোরেসের নাগাল এড়িয়ে সোজা সালাহর সামনে চলে আসে। মিশরীয় তারকা শান্ত মাথায় বল ঠেলে দেন খালি পোস্টে। যা তার লিভারপুল ক্যারিয়ারের ২৫০তম গোল। বিরতির পর ৫৮তম মিনিটে ব্যবধান বাড়ে।
রায়ান গ্রাভেনবার্গের নেওয়া শট তোরেসের গায়ে লেগে দিক বদলে জালে জড়ায়। ম্যাচের শেষ দিকে সালাহর আরেকটি শট গোললাইন থেকে ক্লিয়ার করেন ইয়ান মাস্তেন, তবে ভিলা ততক্ষণে ম্যাচে ফেরার মতো কোনো হুমকি তৈরি করতে পারেনি।
জয়ে লিভারপুল উঠে এসেছে লিগ টেবিলের তৃতীয় স্থানে। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে স্লটের দল পিছিয়ে সাত পয়েন্টে। অন্যদিকে ১১তম স্থানে অবস্থান করা ভিলার গোলের খরা যেন শেষই হচ্ছে না।
এবারের লিগে দশ ম্যাচে তাদের গোল মাত্র নয়টি, যা উনাই এমেরি-যুগে কোনো দলের সবচেয়ে কম। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে সালাহর গোল-অবদান এখন ২৭৬। ১৮৮ গোল ও ৮৮ অ্যাসিস্ট। এর আগে একমাত্র ওয়েইন রুনিই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এত গোল-অবদান রেখেছিলেন। রেকর্ডের এমন দিনে দলকে জিতিয়ে মাঠ ছাড়াই অ্যানফিল্ডের সেরা তারকার স্বীকৃতি মিলেছে সালাহর।
You might also like

Comments are closed.