ইসলামে ন্যায়পরায়ণতার দৃষ্টিভঙ্গি
ইসলাম এমন একটি জীবনব্যবস্থা যা মানবজাতির প্রতিটি স্তরে ন্যায়, ভারসাম্য ও পারস্পরিক সম্মান প্রতিষ্ঠা করে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন বিভিন্ন ক্ষমতা, যোগ্যতা ও দায়িত্ব নিয়ে। কেউ পুরুষ, কেউ নারী; কেউ শক্তিশালী, কেউ দুর্বল, এই ভিন্নতাই আল্লাহর সৃষ্টির সৌন্দর্য। কিন্তু এই পার্থক্য যেন হিংসা, অসন্তোষ বা অন্যের প্রতি ঈর্ষার কারণ না হয়, এই শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা সুরা আন-নিসার ৩২ নম্বর আয়াতে।
وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَىٰ بَعْضٍ ۚ لِّلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا اكْتَسَبُوا ۖ وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِّمَّا اكْتَسَبْنَ ۚ وَاسْأَلُوا اللَّهَ مِن فَضْلِهِ ۗ إِنَّ اللَّهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
তোমরা যা দ্বারা আমি তোমাদের কতককে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, তার আকাঙ্ক্ষা করো না। পুরুষ যা অর্জন করে তাতে তার অংশ থাকবে এবং নারী যা অর্জন করে তাতে তার অংশ থাকবে। তোমরা আল্লাহর নিকট তাঁর অনুগ্রহ প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে সম্যক জ্ঞাত।”

Comments are closed.