ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। পরবর্তীতে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে রয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এক পোস্টে স্বামীর একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় মাহমুদউল্লাহ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন।

জান্নাতুল কাওসার লিখেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য সবাই দোয়া করবেন—আল্লাহুম্মা বারিক লাহু।

You might also like

Comments are closed.