জিমেইলসহ বিভিন্ন ই-মেইলে ১৮ কোটিরও বেশি পাসওয়ার্ড ফাঁস
সাম্প্রতিক জিমেইল, আউটলুক, ইয়াহুসহ নানা ই-মেইল সেবার ব্যবহারকারীদের মোট ১৮ কোটি ৩০ লাখের বেশি পাসওয়ার্ড অনলাইনেই ফাঁস হয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট এবং গবেষক বেঞ্জামিন ব্র্যান্ডেজ এই ঘটনা শনাক্ত ও জনগণের নজরে আনেন।
ট্রয় হান্ট জানান, বিভিন্ন ক্ষতিকর সফটওয়্যার (ম্যালওয়্যার) দীর্ঘ সময় ধরে পৃথকভাবে কম্পিউটার থেকে পাসওয়ার্ড ও অন্যান্য ব্যক্তি তথ্য সংগ্রহ করে একত্রে বিশাল ডাটাবেস তৈরির মাধ্যমে এই পরিমাণ তথ্য ফাঁস হয়েছে। একবার তথ্য চুরি হলে তা দ্রুত বৈদেশিক লাইভার, ফোরাম বা ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়তে পারে এবং থামানো কঠিন হয়ে ওঠে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিনথিয়েন্টের গবেষক বেঞ্জামিন ব্র্যান্ডেজ প্রথম যে লিক শনাক্ত করেন, তার পরে তিনি বিষয়টি ‘হ্যাভ আই বিন পাউন্ড’ ওয়েবসাইটকে জানায়। ওই সাইট ব্যবহারকারীরা নিজেদের ব্যক্তিগত তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা পরীক্ষা করতে ব্যবহার করতে পারেন। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন যে কেবল শক্ত পাসওয়ার্ড দেবে না পরিপূর্ণ নিরাপত্তা। যদি ব্যবহারকারীর ডিভাইস ম্যালওয়্যারে আক্রান্ত থাকে, তখন পাসওয়ার্ডও চুরি হয়ে যেতে পারে। তাছাড়া অনেকেই একই পাসওয়ার্ড দিয়ে বিভিন্ন সেবা ব্যবহার করেন ফলে একজনের ই-মেইল পাসওয়ার্ড ফাঁস হলে তার অন্যান্য অ্যাকাউন্টও ঝুঁকিতে পড়ে।
সাইবার বিশেষজ্ঞদের মতে যদি আপনার ই–মেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরির আশঙ্কা থাকে তবে সময় নষ্ট না করে কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমেই পাসওয়ার্ড পরিবর্তন করুন যদি আপনার কোনও সেবা আক্রমণের শিকার হয়েছে বলে সন্দেহ করেন। সব গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন। এটা লগইন সময় অতিরিক্ত যাচাইকরণ কোড নিরাপত্তা বাড়ায়।
অন্যদিকে, একই পাসওয়ার্ড বিভিন্ন সেবায় ব্যবহার থেকে বিরত থাকুন; পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে আলাদা ও জটিল পাসওয়ার্ড রাখা সহজ হয়। এছাড়াও সন্দেহজনক ইমেইল বা লিংকে ক্লিক করবেন না এবং নিয়মিত ম্যালওয়্যার স্ক্যান চালান। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন ব্যক্তিগত তথ্য একবার ফাঁস হলে তা পুরোপুরি ফিরিয়ে আনা কঠিন; তাই সতর্কতা ও প্রিটেকশনই এখন সবচেয়ে কার্যকর প্রতিরোধ।

Comments are closed.