এবার ট্রাম্পের আগমন ঘিরে দ. কোরিয়ায় বিক্ষোভ

দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক শহর গিয়ংজুতে আজ বুধবার (২৯ অক্টোবর) পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগমন ঘিরে শহরের নিরাপত্তা ছিল সর্বোচ্চ সতর্কতায়। তবে উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি ট্রাম্পের আগমন ঘিরে ছিল ক্ষুব্ধ নাগরিকদের প্রতিবাদও।
শহরের একটি অংশে জড়ো হয়েছেন কয়েক ডজন বিক্ষোভকারী।
তাদের হাতে ছিল নানা পোস্টার ও ব্যানার, তাতে লেখা—‘নো কিংস’ এবং ‘ট্রাম্প এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলকে একা ছেড়ে দিন’। মার্কিন প্রেসিডেন্টের ‘স্বৈরাচারী প্রবণতার’ প্রতিবাদ জানিয়ে তারা এসময় স্লোগান দেন।
প্রতিবাদকারীদের মধ্যে এক নারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ট্রাম্প যে শুল্কনীতি চাপিয়ে দিচ্ছেন, তা এই অঞ্চলের মানুষের জীবনে ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। এটি নিপীড়নমূলক ও নিষ্ঠুর।’
ট্রাম্প গিয়ংজুতে এপেক সম্মেলনে অংশ নেবেন। এরপর বৈঠকে বসবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর সঙ্গে।
বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়কে ট্রাম্পের মুখের একটি বড় কাগজের প্রতিকৃতি টাঙিয়ে লাল কার্ড নেড়ে সতর্কবার্তা দেন, ‘এটি চূড়ান্ত বার্তা, এশিয়া–প্রশান্ত মহাসাগর অঞ্চলকে একা ছেড়ে দিন।’
You might also like

Comments are closed.