গাজায় গণকবরে প্রিয়জনদের খুঁজে পাওয়ার চেষ্টা করছে ফিলিস্তিনিরা
গাজা বেশ কয়েকটি গণকবরে তাদের প্রিয়জনদের খুঁজে পাওয়ার চেষ্টা করছেন ফিলিস্তিনিরা। নিহতদের পরিচয় শনাক্ত করা দারুণ কঠিন হয়ে পড়েছে। কারণ বহু মৃতদেহ অজ্ঞাত এবং পরিচিতি চিহ্নও ক্ষয়প্রাপ্ত।
স্থানীয়রা জানাচ্ছেন, হতাহতদের পরিবারের জন্য এটি এক ভয়াবহ ও মানসিকভাবে কষ্টদায়ক পরিস্থিতি। জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সহায়তা এবং দ্রুত উদ্ধার ও শনাক্তকরণের প্রয়োজন রয়েছে।
এদিকে, গাজার আল-আকসা শহীদ হাসপাতালের মুখপাত্র খালিল আল-দাকরান কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছেন, গাজায় ৭০ হাজারের বেশি মানুষ ‘হেপাটাইটিস সি’ রোগে ভুগছেন এবং তাদের জরুরি ভিত্তিতে গাজা স্ট্রিপের বাইরে চিকিৎসা নেয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, ‘গাজায় মহামারীজনিত রোগের বিস্তার রোধ করতে অবিলম্বে সীমান্ত পথসমূহ খুলে দেয়ার দাবি জানাচ্ছি।’
সূত্র: আল জাজিরা।

Comments are closed.