মৃত্যুই সবার নিয়তি- ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেছেন, মৃত্যুই সবার নিয়তি। বুধবার ব্রাজিলের প্রেসিডেন্ট এমনটি বলেন। পাশাপাশি করোনা আতঙ্ক ছড়ানো জন্য দেশটির গণমাধ্যমকে দায়ি করছেন ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

এদিকে ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আরো ১৩৪৯ জন মানুষ মারা গেছেন। ব্রাজিলে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩২ হাজার ৫৬৮ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৪ হাজার ৫৬২ জন। ব্রাজিলে কোনো পূর্ণমেয়াদে স্বাস্থ্যমন্ত্রী নেই। মৃতের সংখ্যা দ্রুতই বাড়ছে ব্রাজিলে। বুধবার এদুয়ার্দো পাজুয়েলোকে অন্তবর্তীকালীন স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করা হয়েছে। বিবিসি।

You might also like

Comments are closed.