অস্ট্রেলিয়ায় খনিতে বিস্ফোরণ, নিহত দুই শ্রমিক

অস্ট্রেলিয়ায় পুনরায় চালু হওয়া একটি খনিতে বিস্ফোরণে নিহত হয়েছে দুই শ্রমিক এবং আহত হয়েছেন একজন। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় ভোরে ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা।

ইমার্জেন্সি সার্ভিসকে খবর দিলে দ্রুত হতাহতদের উদ্ধার করে তারা। নিউ সাউথ ওয়েলস রাজ্যের কোবারে শহরে পলিমেটালস রিসোর্সেস লিমিটেডের মালিকানাধীন এন্ডেভার সিলভার, জিঙ্ক এবং সীসা খনিতে এই ঘটনা হয়েছে।

খনিটি ১৯৮২ সাল থেকে পরিচালিত হলেও ২০২০ সালে সংস্কারের জন্য বন্ধ করে দেয়া হয়েছিল। কোম্পানিটির ওয়েবসাইট অনুসারে, পলিমেটালস খনিটি কেনে ২০২৩ সালে এবং এই বছর খনির কার্যক্রম পুনরায় শুরু করে।

সূত্র: রয়টার্স। 

You might also like

Comments are closed.