ভয়াবহ চোট নিয়ে আইসিইউতে ভর্তি শ্রেয়াস আইয়ার
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ভয়াবহ চোট পেয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন ভারতের ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। শনিবার সিডনিতে ম্যাচ চলাকালে এক চমৎকার ক্যাচ নিতে গিয়ে মারাত্মকভাবে আঘাত পান তিনি।
অ্যালেক্স ক্যারিকে আউট করতে পয়েন্ট থেকে দৌড়ে পিছনে গিয়ে ডাইভ দিয়ে ক্যাচ নেন শ্রেয়াস। সেই সময় তার বাঁ পাশের পাঁজরের নিচে প্রচণ্ড আঘাত লাগে। মাঠ থেকে ড্রেসিংরুমে ফেরার কিছুক্ষণের মধ্যেই তার শরীরের অবস্থা খারাপ হতে শুরু করে। তখনই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার সময় শ্রেয়াসের শরীরের গুরুত্বপূর্ণ কিছু সূচক খুব নিচে নেমে গিয়েছিল, যা তখন প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করেছিল বলে জানা গেছে। চিকিৎসকরা জানান, তার প্লীহা বা স্প্লিনে ছিদ্র হয়ে গেছে, যার ফলে শরীরে মারাত্মক রক্তক্ষরণ হয়।
ড্রেসিংরুমে তিনি খুবই দুর্বল অবস্থায় ছিলেন, এবং রক্তচাপ দ্রুত নেমে যাচ্ছিল। এমন অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর চিকিৎসা দল দ্রুত ব্যবস্থা নেয়, ফলে সময়মতো চিকিৎসা শুরু করা সম্ভব হয়।
টাইমস অব ইন্ডিয়া জানায়, শ্রেয়াসকে অন্তত দুই দিন আইসিইউতে রাখা হবে। যদি রক্তপাত না কমে, তাহলে তাকে আরও কয়েকদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হতে পারে। চিকিৎসকদের ধারণা, আগামী সাত দিন তিনি হাসপাতালেই থাকবেন।
বিসিসিআই এক বিবৃতিতে জানায়, ‘২৫ অক্টোবর সিডনিতে তৃতীয় ওয়ানডে চলাকালে শ্রেয়াস আইয়ার বাঁ পাশের পাঁজরের নিচের অংশে আঘাত পান। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। স্ক্যান রিপোর্টে দেখা গেছে, তার প্লীহা ফেটে গেছে। তিনি চিকিৎসাধীন, বর্তমানে স্থিতিশীল এবং ধীরে ধীরে সেরে উঠছেন।’
বোর্ড আরও জানায়, ‘বিসিসিআই মেডিকেল টিম সিডনি ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে তার চিকিৎসা তদারকি করছে। ভারতীয় দলের চিকিৎসক সিডনিতেই থেকে শ্রেয়াসের দৈনন্দিন উন্নতি পর্যবেক্ষণ করবেন।’

Comments are closed.