ফিরলেন বাভুমা, ভারত সফরের দল ঘোষণা প্রোটিয়াদের

ভারত সফরকে সামনে রেখে ১৫ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা। চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ফিরেছেন টেম্বা বাভুমা। দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

স্কোয়াড থেকে বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটার ডেভিড বেডিংহাম ও অফস্পিনার প্রেনেলান সুব্রায়েন। লোকাল কন্ডিশনকে মাথায় রেখে কেশব মাহারাজ, সাইমন হার্মার ও সেনুরান মুথুসামির মতো ৩ জন স্পেশালিস্ট স্পিনারকে স্কোয়াডে রাখা হয়েছে।

পেস বোলিং বিভাগে যথারীতি থাকছেন কাগিসো রাবাদা, কর্বিন বশ ও মার্কো ইয়ানসেন। চোটের জন্য পাকিস্তান সফরে না থাকা লুঙ্গি এনগিডি মিস করবেন ভারর সফরও।

আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। সিরিজের প্রথম টেস্ট কলকাতায় ও দ্বিতীয় টেস্টটি গোহাটিতে অনুষ্ঠিত হবে।

You might also like

Comments are closed.