নির্বাচিত সরকার আসা পর্যন্ত উপদেষ্টা পরিষদের কাজ চলবে

প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতি

নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা পর্যন্ত উপদেষ্টা পরিষদ দায়িত্ব পালন করে যাবে এবং তাদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। সোমবার (২৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক বিবৃতি প্রকাশ করে সরকারের দায়িত্ব পালনের মেয়াদ স্পষ্ট করা হয়েছে।

আগের দিন এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে। এই মন্তব্য নিয়ে ‘বিভ্রান্তি সৃষ্টি হওয়ায়’ সোমবার সরকারের পক্ষ থেকে এই বিবৃতি এল।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেওয়া এই বিবৃতিতে বলা হয়, রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোটার্স অনুষ্ঠানে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। বস্তুত, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।

বিবৃতিতে বলা হয়, এছাড়া উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে।

ডিআরইউতে তথ্য উপদেষ্টা বলেছিলেন, সংস্কার কমিশন থেকে গণমাধ্যম সংক্রান্ত ২৩টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব তোলা হয়েছে। তথ্য মন্ত্রণালয় পর্যালোচনা করে ১৩টি প্রস্তাব বাস্তবায়ন করছে। নভেম্বরে কেবিনেট ক্লোজ হয়ে যাবে, যা করার আগামী মাসের মধ্যে করতে চাই।

সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনকালীন নিরপেক্ষ ভূমিকায় চেয়েছে বিএনপি। এর পরের দিন জামায়াতে ইসলামী ও এনসিপির পক্ষ থেকেও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দলঘনিষ্ট উপদেষ্টাদের ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে। এই প্রেক্ষাপটে তথ্য উপদেষ্টার মন্তবে আলোচনার জন্ম দেয়, যা অনেকেই সরকারের ধরন পরিবর্তনের আভাস হিসাবে দেখেন।

You might also like

Comments are closed.