বিশ্ববাজারে রাজত্ব করছে ৫ দরজার এই কার
ভারতের সবচেয়ে জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকির কাছে আজ এক বিশেষ দিন। সংস্থাটি ঘোষণা করেছে যে তাদের মারুতি সুজুকি জিমনি ৫ দরজার এসইউভি রফতানি হয়েছে ১ লাখেরও বেশি ইউনিট। এই মাইলস্টোনে পৌঁছাতে সময় লেগেছে মাত্র দুই বছরের কিছু বেশি। উল্লেখ্য, এই গাড়ি ২০২৩ সালের শুরুতে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করেছিল এবং একই বছরের মে মাসে ভারতের বাজারে বিক্রি শুরু হয়। এর কিছুদিন পর থেকেই রফতানিও শুরু হয় এবং আজ এটি বিশ্বের ১০০টির বেশি দেশে বিক্রি হচ্ছে।
বিশ্ববাজারে ভারতীয় গাড়ির দাপট
মারুতি সুজুকির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিশাশি তাকেউচি এই সাফল্য উদযাপন করতে গিয়ে বলেন, জিমনি গত অর্ধশতাব্দী ধরে বিশ্বজুড়ে তার ঐতিহ্য ধরে রেখেছে। জিমনির ৫ দরজার মডেলের ১ লাখ ইউনিট রফতানি এক বিশাল সাফল্য। বিশ্বজুড়ে গ্রাহকরা এই এসইউভিটির অফ-রোড সক্ষমতা, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং গুণগত মানের ওপর আস্থা রেখেছেন।”
জিমনি ৫ দরজার এই গাড়ি সাম্প্রতিকতম বাজার লঞ্চ হয়েছিল ২০২৫ সালের জানুয়ারিতে জাপানে, যেখানে এটি জিমনি নোমাড নামে বাজারে আসে। লঞ্চের পরপরই এসইউভিটি ব্যাপক সাড়া পায় এবং কয়েক দিনের মধ্যেই ৫০ হাজারেরও বেশি বুকিং জমা পড়ে। তবে সব বাজারে যাত্রা সহজ ছিল না। ২০২৫ সালের জুলাই মাসে অস্ট্রেলিয়ায় (যেখানে এটি জিমনি এক্সএল নামে বিক্রি হয়) এসইউভিটির বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল প্রায় এক মাসের জন্য। পরবর্তীতে আগস্টের শেষের দিকে আবারও সরবরাহ শুরু হয়।

ইঞ্জিন, পারফরম্যান্স ও রফতানিতে সাফল্য
জিমনি ৫ দরজার এই গাড়িতে ব্যবহৃত হয়েছে একটি ১.৫-লিটার পেট্রোল ইঞ্জিন, যা ম্যানুয়াল বা টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ারবক্স—দুটির যেকোনো একটির সঙ্গে পাওয়া যায়। গাড়িটিতে AllGrip Pro 4WD সিস্টেম রয়েছে, যা এর অফ-রোড পারফরম্যান্সকে আরও শক্তিশালী করে। শক্তিশালী বডি, উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ক্লাসিক বক্সি ডিজাইন এই গাড়িটিকে অফ-রোড প্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে।
মারুতি সুজুকি জানিয়েছে, রফতানির দিক থেকে ফ্রোঙ্কস-এর পরেই জিমনি ৫ দরজারর মডেল তাদের দ্বিতীয় সর্বাধিক রফতানিকৃত মডেল। ভারত বর্তমানে এই মডেলের গ্লোবাল প্রোডাকশন হাব, যেখান থেকে এটি দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার একাধিক দেশে পাঠানো হচ্ছে।
মাত্র দুই বছরের মধ্যেই এই মডেলের এমন সাফল্য প্রমাণ করে দিচ্ছে যে ভারতের তৈরি এখন বিশ্ববাজারেও নিজের জায়গা তৈরি করে ফেলেছে। শক্তিশালী ইঞ্জিন, বহুমুখী পারফরম্যান্স এবং বিশ্বমানের নির্মাণগুণে ভর করে জিমনি এখন শুধু ভারতের নয়, বরং সারা বিশ্বের এক গর্বের নাম।

Comments are closed.