বাসচাপায় বাংলামোটরে দুজন নিহত
রাজধানীর বাংলামোটরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত বা আহতের পরিচয় জানা যায়নি।
শাহবাগ থানার এসআই আমিনুল ইসলাম জানান, ঘটনার পর পরই বাসটিকে আটক করেছে পুলিশ। লাশ ঢাকা মেডিকেলে পাঠানে হয়েছে।
জানা যায়, নিহতদের মধ্যে একজন মোটরসাইকেল চালক এবং অপরজন একজন পথচারী। অপর আহত ব্যক্তি পথচারী ছিলেন।
দুর্ঘটনার কারণে মগবাজার থেকে ফার্মগেটের দিকে যাওয়ার রাস্তাটি বন্ধ রয়েছে। পুলিশ রাস্তার লোকজন সরিয়ে চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-দক্ষিণ বিভাগের রমনা জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম জানান, শাহবাগ থেকে বাংলামোটর সিগন্যাল পার হয়েই বিহঙ্গ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১৯৯০) পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ঘেঁষে চলা একটি মোটরসাইকেল ও একজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পথচারী ও মোটরসাইকেল আরোহী।
‘ঘটনার খবর সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলামোটর ট্রাফিক বক্স থেকে পুলিশ সদস্যরা গিয়ে বাসটি জব্দ করে এবং জাফর মোল্লা নামে চালককে আটক করে।’