শ্রদ্ধা কাপুর প্রেমের প্রস্তাব পেয়ে দেখালেন বাবার ভয়!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের উপস্থিতিতে সম্প্রতি অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে ঘটে গেল মজার এক ঘটনা। অনুষ্ঠান চলাকালীন হঠাৎই ভিড়ের মধ্যে থেকে এক তরুণ ভক্ত চিৎকার করে বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি শ্রদ্ধা!’
এই আকস্মিক ভালোবাসার প্রকাশ শুনে মুহূর্তেই হেসে ফেলেন শ্রদ্ধা কাপুর। চারপাশে উপস্থিত সবাইও তখন হাসিতে ফেটে পড়েন। এরপর হাসিমুখে সেই ভক্তের দিকে তাকিয়ে শ্রদ্ধা মজার ছলে বলেন, ‘এত খোলামেলা ভালোবাসা? জানেন তো, আমার বাবা কে?’
তার এই রসিক উত্তরে পুরো হলে হাসির রোল পড়ে যায়। শ্রদ্ধার বাবা শক্তিমান খ্যাত বলিউড অভিনেতা শক্তি কাপুর। মেয়ের ঠাট্টাচ্ছলে বলা এই সংলাপে সেই রেফারেন্সই যেন জীবন্ত হয়ে ওঠে।
শ্রদ্ধা কাপুরের এই স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়াতেও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। নেটিজেনরা বলছেন, তার রসবোধ আর বিনয়ী আচরণই তাকে আরও বেশি প্রিয় করে তোলে ভক্তদের কাছে।
You might also like

Comments are closed.