সিনেমা তো কোনো ফ্যাক্টরির কাজ নয় : মোশাররফ করিম
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে এ সিনেমাটি নির্মাণ করবেন তানিম নূর। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম।
মোশাররফ করিম বললেন, ‘বনলতা এক্সপ্রেস নিয়ে তানিম নূরের সঙ্গে কথা হয়েছে। আশা করছি একটি চমৎকার কাজ হবে। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে।
সিনেমাটি নিয়ে বিস্তারিত কিছু বলতে না চাইলেও শুধু বললেন, ‘সিনেমা তো কোনো ফ্যাক্টরির কাজ নয় যে গ্যারান্টি দিয়ে বলা যায়, কাজটি কেমন হবে। সিনেমার পুরো খেলাটি একেবারে মনস্তাত্ত্বিক। সেটা পরিচালক, চিত্রগ্রাহক, অভিনয়শিল্পীসহ সবার দিক থেকেই। কাজ শেষ হওয়ার আগে এর বেশি বলতে চাই না। তবে আমি খুব আশাবাদী।’
বনলতা এক্সপ্রেস সিনেমার মাধ্যমে অনেক দিন পর আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে মোশাররফ ও চঞ্চল চৌধুরীকে। মোশাররফ বলেন, ‘দর্শক আমাদের একসঙ্গে দেখতে ভালোবাসে। সে জন্য দর্শকের প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করছি এবারও ভালো কিছু হবে।’
এ ছাড়াও তিনি ইঙ্গিত দিলেন ‘মহানগর’ ওয়েব সিরিজের তৃতীয় সিজন নিয়ে কাজ চলছে।

Comments are closed.