আফগানদের বিপক্ষে খেলবেন হামজা চৌধুরী

এএফসি এশিয়ান কাপ বাছাই

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মাঠে নামার আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে খেলবেন দেশের ফুটবলের ‘পোস্টারবয়’ হামজা চৌধুরী।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এটা নিশ্চিত যে, ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচে খেলবে হামজা চৌধুরী। তার ক্লাবের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।’
এই প্রীতি ম্যাচটি আগামী ১৩ নভেম্বর রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে। তবে, ১৩ নভেম্বর ম্যাচ হলে কবে নাগাদ হামজা ঢাকায় আসবেন, সেই দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি বলে জানান ইকবাল হোসেন।
You might also like

Comments are closed.