আসছে আউটল্যান্ডারের অফ-রোড সংস্করণ

অফ-রোডিং উপযোগী ক্রসওভার ও এসইউভির জনপ্রিয়তা বিশ্বজুড়ে বাড়ছে। এ ধারার সঙ্গে তাল মিলিয়ে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মিতসুবিশি চলতি বছরের শুরুতে ‘আউটল্যান্ডার ট্রেইল এডিশন’ বাজারে এনেছে। তবে সেটি মূলত একটি দৃষ্টিনন্দন সংস্করণ ছিল, যেখানে বাহ্যিক রূপে কিছু কালো ট্রিম, অল-ওয়েদার ফ্লোর ম্যাট এবং নতুন ১৮ ইঞ্চি চাকা ছাড়া বড় কোনো পরিবর্তন ছিল না। 

এবার প্রতিষ্ঠানটি সত্যিকারের অফ-রোডিংয়ের জন্য আরও উন্নত ও শক্তিশালী একটি সংস্করণ আনার ঘোষণা দিয়েছে। মিতসুবিশি নিশ্চিত করেছে, খুব শিগগিরই আউটল্যান্ডার লাইনআপে একটি নতুন অফ-রোড মডেল যুক্ত হতে যাচ্ছে।

ট্রেইল এডিশনের চেয়ে এই নতুন মডেল হবে একেবারে আলাদা এবং সাধারণ আউটল্যান্ডার থেকে একে সহজেই পৃথক করা যাবে। মিতসুবিশি জানিয়েছে, এতে অফ-রোডিংয়ের উপযোগী বিশেষ বডিওয়ার্ক থাকবে। ধারণা করা হচ্ছে, এর অ্যাপ্রোচ ও ডিপার্চার অ্যাঙ্গেল উন্নত করার জন্য গাড়ির সামনের ও পেছনের বাম্পারে পরিবর্তন আনা হবে। পাশাপাশি দুর্গম পথে চলার সময় গাড়ির বডিকে আঁচড় ও ডেন্ট থেকে সুরক্ষা দিতে চাকার চারপাশে এবং সাইড সিল বরাবর অতিরিক্ত ক্ল্যাডিং যুক্ত করা হবে।

পারফরম্যান্সের দিক থেকেও বেশকিছু উন্নয়ন আনা হবে। মিতসুবিশি জানিয়েছে, নতুন এই আউটল্যান্ডার সংস্করণে উন্নত পারফরম্যান্সের পাশাপাশি বিশেষ অফ-রোড ড্রাইভ মোড থাকবে। গাড়িটিতে মিতসুবিশির বিখ্যাত ‘সুপার অল-হুইল কন্ট্রোল’ সিস্টেম ব্যবহার করা হবে। যদিও এর ১.৫ লিটার ফোর-সিলিন্ডার ইঞ্জিনে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আশা করা হচ্ছে, গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছুটা বাড়ানো হবে। পাশাপাশি এতে অফ-রোডিংয়ের উপযোগী বিশেষ টায়ার ব্যবহার করা হবে। এ ছাড়া গাড়ির ভেতরের অংশেও মডেল-উপযোগী বিশেষ উপকরণে সাজানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মিতসুবিশি জানিয়েছে, আউটল্যান্ডারের নতুন এই অফ-রোড সংস্করণটি ২০২৬ সালের শেষ নাগাদ বাজারে আসবে। তবে আগামী বছর মিতসুবিশির জন্য এটিই একমাত্র চমক নয়। প্রতিষ্ঠানটি ২০২৬ সালের নিসান লিফ মডেলের ওপর ভিত্তি করে একটি নতুন বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে যাচ্ছে। আগামী গ্রীষ্মে উন্মোচিত হতে যাওয়া এই বৈদ্যুতিক গাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এর পাওয়ার ট্রেন নিসান লিফের মতোই হবে। ডিজাইনেও কিছুটা পরিবর্তন আনা হতে পারে। জল্পনা চলছে, মিতসুবিশি তাদের পুরোনো জনপ্রিয় কোনো নাম ‘এক্লিপ্স’ বা ‘ল্যান্সার’ ফিরিয়ে আনতে পারে। চূড়ান্ত তথ্যের জন্য গ্রাহকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

You might also like

Comments are closed.