রাতে রিয়াল-য়্যুভেন্টাস মহারণ

চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে হবে মহারণ। ঘরের মাঠে বাংলাদেশ সময় রাত ১টায় য়্যুভেন্টাসকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। এছাড়া, একই সময়ে রয়েছে আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ফ্রাঙ্কফুর্টের মাঠে লড়বে লিভারপুল আর আয়াক্সের বিপক্ষে খেলবে চেলসি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে লস ব্লাঙ্কোসরা। লা লিগায় ৯ ম্যাচের ৮টি জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে জাভি আলোনসোর দল। ইউরোপ সেরার লড়াইয়েও দলটির অবস্থান দুইয়ে। প্রথম ম্যাচে মার্সেইর বিপক্ষে ২-১ ব্যবধানে এবং দ্বিতীয় ম্যাচে কায়রাত আলমাটিকে ৫-০ গোলে জয় পায় স্প্যানিশ জায়ান্টরা।

অন্যদিকে, গতবারের ব্যর্থতার পর চ্যাম্পিয়ন্স লিগে এবারও খুব একটা ভালো অবস্থানে নেই য়্যুভেন্টাস। প্রথম ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করে কোনোমতে ম্যাচ বাঁচায় তারা। পরের ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে শেষ মুহূর্তে গোল খেয়ে ২-২ ড্র করে তুরিনের দল।

এই দুই ঐতিহ্যবাহী ক্লাবের শেষ পাঁচ দেখায় তিনটিতে জয় পেয়েছে রিয়াল, আর দুটি জিতেছে য়্যুভেন্টাস। সবশেষ ক্লাব বিশ্বকাপে ১-০ গোলের জয় পায় ভিনিসিউসরা।

You might also like

Comments are closed.