লেভারকুসেনের জালে গোল উৎসব করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি

পিএসজিকে আতিথ্য দেয় জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন। যেখানে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছে ফরাসিরা।

ম্যাচের ৭ মিনিটে উইলিয়ান পাছোর গোলে লিড। এরপর ৩৩ মিনিটে লেভারকুজেনের রবের্ত আন্দগিশ আর ৩৭ মিনিটে পিএসজির ইল্লা জাবারানি লাল কার্ড দেখলে দশ জনে পরিণত হয় দুই দলই।

পেনাল্টি থেকে পাওয়া গোলে লেভারকুজেন সমতায় ফিরলেও, প্রথমার্ধেই আরও তিন গোলে ব্যবধান ৪-০ করে ফরাসিরা।

এরপর দ্বিতীয়ার্ধে নুনো মেন্ডিস, ডেম্বেলে আর ভিতিনহার গোলে ৭ বার প্রতিপক্ষের জালে বল জড়ায় পিএসজি। দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করলেও ঘরের মাঠে ফরাসি জায়ান্টদের কাছে গোল বন্যায় ভেসে যায় লেভারকুজেন। আর বিশাল ব্যবধানের জয়ে শীর্ষস্থান মজবুত হলো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীদের।

You might also like

Comments are closed.