অ্যাটলেটিকো মাদ্রিদের জালে আর্সেনালের এক হালি গোল

প্রথম দুই জয়ে দারুণ ছন্দেই ছিলো আর্সেনাল। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠে এক হালি গোলে সেই ছন্দ ধরে রাখলো গানাররা।

ম্যাচের ৫৬ মিনিট পর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণ আর সুযোগ হাতছাড়ায় গোলের দেখা পায়নি কেউই। তবে এরপরই ১৩ মিনিটের ছোট্ট এক ঝড়ে পালটে যায় স্কোরলাইনের চিত্র।

এরপর ৫৭ মিনিটে ফ্রি কিকে হেড থেকে গোল করে দলকে লিড এনে দেন গাব্রিয়েল মাগালিয়াইস। ৭ মিনিটের মাথায় মার্টিনেল্লির পায়ে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। এরপর তিন মিনিটের ব্যবধানে ভিক্তর ইয়োকেরেসের জোড়া গোলে ৪-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা।

শেষ পর্যন্ত সহজ জয়ে অ্যাতলেটিকোকে উড়িয়ে টানা তিন জয় তুলে নিলো মিকেল আর্তেতার দল।

You might also like

Comments are closed.