গত মৌসুমে বার্সেলোনার লোকসান ২৪২ কোটি টাকা

এত সাফল্যের পরও আর্থিকভাবে খারাপ সময় পার করছে বার্সেলোনা। গত মৌসুমে তিনটি শিরোপা জিতেও বার্সেলোনার নিট লোকসান ১ কোটি ৭০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪২ কোটি টাকা)।
২০২৩-২৪ মৌসুমেও বার্সেলোনা মুনাফা দেখেছিল। তবে গত মৌসুমে লোকসান দেখেছে কাতালান ক্লাবটি। রোববার (১৯ অক্টোবর) বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা সাধারণ সভায় এই তথ্য জানান। এছাড়াও সেই সভায় নানা বিষয়ে কথা বলেন তিনি। তবে লাপোর্তা বেশি গুরুত্ব দিয়েছেন ক্লাবের আর্থিক অবস্থার ওপর।
গত মৌসুমে ক্লাবে রাজস্ব এসেছে প্রায় ৯৯ কোটি ৪০ লাখ ইউরো। তবে খেলোয়াড়দের পেছনে ক্লাবের বেতন বাবদ ব্যয় বেড়েছে বেশ অনেক। বার্সেলোনা খেলোয়াড়দের বেতনের পেছনে আগে খরচ করত ৫১ কোটি ইউরো। যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ৪০ লাখ ইউরো। এই সামান্য বৃদ্ধিই শেষ পর্যন্ত লোকসানে নিয়ে গেছে ক্লাবকে। তবে লাপোর্তার বিশ্বাস, সামনের বছরগুলোতে ঘুরে দাঁড়াবে বার্সেলোনা।
লাপোর্তা বলেন, ‘অর্থনৈতিক দিক থেকে আমরা সব করেছি, যাতে সদস্যরাই ক্লাবের মালিক থাকেন। নিজের পকেট থেকে টাকা খরচ করতে হয়নি আমাদের। ঘরের মাঠে না খেলেও ৯৯ কোটি ৪০ লাখ ইউরো রাজস্ব—এটা নিঃসন্দেহে বড় সাফল্য।’
তিনি আরও বলেন, ‘স্পনসরশিপ থেকে আমরা রেকর্ড ২৫ কোটি ৯০ লাখ ইউরো পেয়েছি, যা এসেছে আন্তর্জাতিক বাজারে আমাদের উপস্থিতি বাড়ানোর ফলে। লিগের নির্ধারিত ঋণ ৯ কোটি ইউরো কমাতে পেরেছি—এটাও ছোট সাফল্য নয়। আমরা ব্যয় নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করেছি।’
You might also like

Comments are closed.