পাকিস্তানকে হারিয়ে আসরের শুরুটা দুর্দান্ত করলেও, পরে টানা চার হারে সেরা চারের রেস থেকে অনেকটা ছিটকে যায় নিগার সুলতানা জ্যোতির দল। টেবিলে তাদের অবস্থান ৬ নম্বরে। ম্যাচ বাকি মাত্র দুটি, কিছুটা সম্ভাবনা বাঁচিয়ে রাখতে তাই এ ম্যাচে জিততেই হবে লাল সবুজের।
যদিও ওয়ানডের পরিসংখ্যানে লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত তিন ম্যাচে কোনো জয়ের স্বাদ পায়নি বাংলাদেশের। তবে, আসরে শ্রীলঙ্কাও পাড় করছে খারাপ সময়। টেবিলে বাংলাদেশের পরই তাদের অবস্থান। ৫ ম্যাচে জয় পায়নি একটিও।


Comments are closed.