চমক নিয়ে আসছে কিয়ার নতুন ইলেকট্রিক গাড়ি ইভি২

দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কিয়া শিগগিরই তাদের সবচেয়ে ছোট ও সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ি ‘ইভি২’ বাজারে আনছে। কিয়া দাবি করেছে, আকারে ছোট হলেও গাড়িটি ভেতর ও বাইরের নকশায় ব্যবহারকারীদের প্রত্যাশার চেয়েও বেশি প্রশস্ততা ও আধুনিকতার অভিজ্ঞতা দেবে।

কিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী সং হো-সাং জানিয়েছেন, ২০২৬ সালের শুরুতে ইভি২ উন্মোচন করা হবে। সম্প্রতি অটো এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নির্দিষ্ট তারিখ এখনো ঠিক না হলেও প্রোডাকশন মডেলে কনসেপ্ট সংস্করণের বেশকিছু ফিচার থাকবে।

চলতি বছরের শুরুর দিকে কিয়ার ‘ইভি ডে’ অনুষ্ঠানে ইভি২ কনসেপ্ট মডেলটি প্রথম প্রদর্শন করা হয়। কোম্পানির আগের ইভি৩ ও ইভি৪ মডেলের মতো ইভি২-এর চূড়ান্ত সংস্করণও কনসেপ্টের সঙ্গে প্রায় মিল রেখে তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। কিয়ার ডিজাইন প্রধান করিম হাবিব বলে, ‘কনসেপ্ট ও প্রোডাকশন মডেলের মধ্যে পার্থক্য খুব সামান্য থাকে। ইভি২ মডেলেও একই ধারা বজায় থাকবে।

গাড়িটি তৈরি হয়েছে কিয়ার নতুন ডিজাইন দর্শন ‘অপোজিটস ইউনাইটেড’-এর ওপর ভিত্তি করে। এই দর্শনে সিগনেচার ‘স্টার ম্যাপ’ ডে-টাইম রানিং লাইট, মসৃণ বডি লাইন ও আধুনিক সামনের-পেছনের অংশ বিশেষভাবে চোখে পড়ে। ইভি৯ ও ইভি৫ মডেলের মতো ইভি২ মডেলের গড়নও কিছুটা উঁচু, এসইউভি ধাঁচের হবে। সম্প্রতি ফাঁস হওয়া ছবিগুলো যা নিশ্চিত করেছে।

সং হো-সাং বলেন, এটি কিয়ার সবচেয়ে ছোট ইভি হলেও ভেতরের জায়গা ব্যবহারকারীদের চমকে দেবে। কনসেপ্ট মডেলে একটি ফোল্ডিং রিয়ার বেঞ্চ দেখানো হয়েছিল, যা প্রোডাকশন মডেলেও থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন করিম হাবিব। ভেতরের ছিমছাম লেআউট অপরিবর্তিত থাকবে, তবে প্রথম দফায় পেছনের দিকে খোলার দরজাগুলো যোগ করা হবে না।

ইভি২ মডেলের দাম প্রায় ৩০ হাজার ইউরো থেকে শুরু হতে পারে, যা ইভি৩ মডেলের তুলনায় কিছুটা কম। স্লোভাকিয়ার কারখানায় বিশেষভাবে ইউরোপীয় বাজারের জন্য গাড়িটি তৈরি হবে। কিয়া জানিয়েছে, ইভি২ মডেলের পর আরও ছোট ও সাশ্রয়ী মডেল ‘ইভি১’ আনার পরিকল্পনাও চলছে, যা তাদের বৈদ্যুতিক গাড়ির নতুন বেস মডেল হবে।

You might also like

Comments are closed.