শাহজালালে কার্গো ভিলেজে আগুন, শাহ আমানতে যাত্রীদের ভোগান্তি
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় চট্টগ্রামের পাশাপাশি সিলেট- কলকাতায়ও বেশ কিছু ফ্লাইট ডাইভার্ট হয়ে অবতরণ করেছে।
আর, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে আছে।
এদিকে, চট্টগ্রাম থেকে দুবাইয়ের আবুধাবিগামী প্রবাসী যাত্রী নাছির উদ্দিন রায়হান বলছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ওঠার ৫ মিনিট পর জানা যায় ঢাকায় বিমানবন্দরে আগুন। তাৎক্ষণিকভাবে বিমান থেকে যাত্রীদের নামিয়ে দেয়া হয়।

Comments are closed.