শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাটিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। আরও ১২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এছাড়া, সিভিল অ্যাভিয়েশন, বিমান বাহিনী ও নৌবাহিনীর দুটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে আইএসপিআর।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জানা গেছে, এই কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো।

You might also like

Comments are closed.