রোনালদোকে সেরা মানেন এমবাপ্পে, তবে…

শৈশব থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে আদর্শ মানেন কিলিয়ান এমবাপ্পে।  সুপারস্টার হওয়ার পরও পর্তুগিজ মহাতারকার কাছ থেকে নেন পরামর্শ।  কথা বলেন। রিয়াল মাদ্রিদের এক নম্বরও মানেন। তবে নিজের পথে হেঁটে সেরা হতে চান এমবাপ্পে।

স্বপ্নের স্প্যানিশ ক্লাব মাদ্রিদে যোগ দেয়ার পর থেকে উড়ছেন এমবাপ্পে। আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। তবে, রোনালদোকে এখনও রিয়াল মাদ্রিদের ‘নাম্বার ওয়ান’ হিসেবে আখ্যা দিয়েছেন এই ফরাসি সুপারস্টার।  মাদ্রিদের জায়ান্ট ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে এমবাপ্পে ‘একজন আদর্শ’ হিসেবে দেখেন।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৯ মৌসুমে রিয়ালের জার্সিতে সিআর সেভেন করেছেন ৪৫০ গোল, জিতেছেন ১৬টি শিরোপা, যার মধ্যে চারটি চ্যাম্পিয়ন্স লিগ।  গত মৌসুমে রিয়ালে যোগ দিয়েই এমবাপ্পে করেছিলেন ৪৪ গোল। চলতি মৌসুমে এখন পর্যন্ত করেছেন ১৪ গোল।

রোনালদোর গ্রেটনেসকে তাড়া করলেও রিয়ালে এখনও পর্তুগিজ মহাতারকাকেই নিজের ওপরে রাখছেন এমবাপ্পে। রোববার (১২ অক্টোবর) মুভিস্টারকে দেয়া এক সাক্ষাৎকারে এই ফরাসি বলেন,  ক্রিশ্চিয়ানো (রোনালদো) সবসময়ই আমার জন্য একজন রোল মডেল। আমি সৌভাগ্যবান যে তার সঙ্গে কথা বলতে পারি। তিনি আমাকে পরামর্শ দেন, সাহায্য করেন। আমি মনে করি, রিয়াল মাদ্রিদে তিনি এখনো নাম্বার ওয়ান। তিনি রিয়ালের খেলোয়াড়দের জন্য এখনো রেফারেন্স পয়েন্ট। তিনি ক্লাবের জন্য অনেক কিছু করেছেন। সমর্থকেরা এখনো ক্রিস্টিয়ানোর স্বপ্ন দেখেন। তবে আমি আমার নিজের পথেই হাঁটতে চাই।’

এমবাপ্পে ব্যক্তিগতভাবে ভালো করলেও গত মৌসুমে রিয়াল কোনো বড় শিরোপা জিততে পারেনি। তবে এই মৌসুমে এখন পর্যন্ত লা লিগার শীর্ষে আছে লস ব্লাঙ্কোরা। আট ম্যাচ শেষে বার্সেলোনার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে রিয়াল।

You might also like

Comments are closed.