আলিয়া ভাটের ফিল্মফেয়ার জয় নিয়ে সমালোচনার ঝড়
তার এই পুরস্কার উসকে দিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
আলিয়ার ধারাবাহিক পুরস্কার জয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র বিতর্ক। একজন লিখেছেন, ‘টানা এতবার পুরস্কার দেওয়া হচ্ছে, অথচ তাঁর অভিনয় নিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া।
সমালোচনার ঝড় বয়ে গেলেও এ নিয়ে আলিয়া এখনো টুঁ শব্দটি করেননি।
এর আগে ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গাল্লি বয়’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য পুরস্কার জেতেন আলিয়া ভাট।
তবে মুক্তির পর ছবিটি সেভাবে দর্শক টানতে পারেনি, সমালোচকদের কাছেও পেয়েছিল মিশ্র প্রতিক্রিয়া।

Comments are closed.